বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্ত বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের মাইক্রোবায়োলজীষ্ট তৈরি করতে হবে,যাতে তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশে কাজে লাগাতে পারে।
তিনি বলেন, এখন চাহিদা মেটানোর জন্য মাইক্রোবায়োলজিষ্ট তৈরি করার প্রয়োজনীয়তা নেই। করোনা মহামারীর সময় চিকিৎসকরা মানবিক হয়ে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন।
আজ রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর গ্র্যান্ড বল রুম লহরীতে বাংলাদেশ সোসাইটি অফ মেডিক্যাল মাইক্রোবায়োলজিষ্ট এর ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মো: খুরশীদ আলম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো: নজরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অধ্যাপক কে এস শহীদুল ইসলাম।
বিএসএমএমইউয়ের উপাচার্য বলেন, মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা করতে হবে। এছাড়া মাইক্রোবায়োলজিষ্ট ও নন মাইক্রোবায়োলজিষ্টদের মধ্যে কাজ করার ক্ষেত্রে সমন্বয় জরুরী বলেও উল্লেখ করেন তিনি।