রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ।
আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মোহাম্মদ সিরাজ পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। এঘটনায় খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করা হয়।