মানব দেহে ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’।
আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দিয়েছে।
বিএমআরসি’র পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ মঙ্গলবার মানবদেহে ‘বঙ্গভ্যাক্স’ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’
রুহুল আমিন বলেন, আমাদের বিশেষজ্ঞ কমিটি তাদের মানবদেহে প্রয়োগের বিষয়ে নৈতিক অনুমোদন দিয়েছে। এটিকে ‘ফেজ ওয়ান ট্রায়াল’ও বলা হয়। এক্ষেত্রে আসলে আমরা নৈতিক অনুমোদনটি দিয়ে থাকি। এরপর বাকি অনুমোদন দেবে ঔষধ প্রশাসন অধিদফতর। আমরা শুধু ‘ফেজ ওয়ান ট্রায়ালে’র নৈতিক অনুমোদন দিয়েছি।
গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ও রেগুলেশন) ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমরা নীতিগত অনুমতি পেয়েছি। এখন ক্লিনিকাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রোটোকল জমা দেব।’