×
ব্রেকিং নিউজ :
খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি : তৌহিদ সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আরচারি বাংলাদেশে এখনো খুব বেশি জনপ্রিয় খেলা হয়ে ওঠেনি।  তবে হাটি-হাটি করতে করতে খেলাটি  ইতোমধ্যেই  দেশে এগিয়েছে অনেক দূর।  যার প্রমান মিলেছে  সরাসরি  অলিম্পিকে  অংশ গ্রহনের মাধ্যমে।  অলিম্পিকে  যদিও  বাংলাদেশের  আরচাররা  এখন পর্যন্ত পদক পাননি।  তবে  সরাসরি অলিম্পিকে খেলতে  পারার যোগ্যতা অর্জন নি:সন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় অর্জন।  অলিম্পিকে না পারলেও  বিশ্বকাপে রানার আপ হয়ে রৌপ্য পদক জয় করেছে  দেশ সেরা আরচার রোমান সানা।  এবার প্রথমবারের মত পদক এলো  এশিয়ান  আরচারিতে।  প্রতিপক্ষ  দল এবং তার শক্তিমত্তা বিবেচনায় এশিয়ার এ টুর্নামেন্ট  বিশ্বকাপের তুলনায় খুব পিছিয়ে নেই।  কেননা এ টুর্নামেন্টে  অংশ নিচ্ছে  অলিম্পিক স্বর্ন জয়ী কোরিয়া। অংশ নিচ্ছে শক্তিাশালী ভিয়েতনাম, ভারতের মত দেশগুলো। এশিয়ান  আরচারিতে বাংলাদেশ প্রথম অংশ গ্রহন করে ২০০৩ সালে, ১৩তম  আসরে।  ২০১৭ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্ট  আয়োজন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন, ছিল পদক শুন্য। এর আগে আট বার অংশ  নিলেও  কোন পদকের স্পর্শ পায়নি  বাংলাদেশ।   তবে ইভেন্টটির  ২২তম আসরে  এবং দেশের নবমবারে একটি রৌপ্য এবং দুইটি তামাসহ মোট   তিনটি পদক পেয়েছে বাংলাদেশ। 
২২তম এশিয়ান আরচারির শেষ দিনে আজ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল  কোরয়িার কাছে  পরাজিত হয়ে রৌপ্য পদক জিতেছে  
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের  ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল জুটি  ১-৫ সেটে রিও অলিম্পিকে  স্বর্ন পদক জয় করা  কোরিয়ার রিও সু জং  এবং লি সিউংইউন  জুটির কাছে পরাজিত হয়ে সিলভার পদক পায়। 
এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে  প্রথম পদক জয় করে বাংলাদেশের  আরচাররা।  রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে  বাংলাদেশ (নাসরিন, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেটে ভিয়েতনামকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে। 
একই দিন  দ্বিতীয় পদক জয় করে নেয় বাংলাদেশ।  টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat