আগামী ১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিডল-অর্ডার ব্যাটার ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার রাতে কনওয়ের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ৩৮ বলে ৪৬ রান করে কনওয়ে। ১৪তম ওভারে আউট হবার সময় হতাশায় নিজের ব্যাটে হাত দিয়ে আঘাত করেছিলেন তিনি। তাতেই হাত ভেঙে যায় কনওয়ের।
সেমিফাইনাল শেষে করানো হাতের এক্স রে রিপোর্টে দেখা যায় কনওয়ের ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে । এতে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে না আসওে ঝয় ম্যাচে ১২৯ রান করা কনওয়েকে।
কনওয়ের ব্যাপারে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এই সময়ে কনওয়ের ছিটকে যাওয়ায় খুবই হতাশ তিনি। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সব সময়ই মুখিয়ে থাকে কনওয়ে। তবে অবশ্যই এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।’
শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালই নয়, আগামী ১৭ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজেও খেলতে পারবেন না কনওয়ে।
বিশ্বকাপের ফাইনাল ও ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য কনওয়ের পরিবর্তে কোন খেলোয়াড় দলে ডাকবেনা নিউজিল্যান্ড।