কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের পক্ষ থেকে অ্যাব্রোড স্টাডি লন্ডন-এর সহযোগিতায় করোনা ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার হল কাম কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন বিভাগটির শিক্ষকরা
এ বিষয়ে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, করোনা পুরোপুরি নির্মুল না হলেও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা কমেছে। তাই আমাদের বিভাগের পক্ষ থেকে এ ক্ষুদ্র কার্যক্রমটি হাতে নেয়া, যাতে শিক্ষার্থীদের মাঝে পুনরায় সচেতনতা সৃষ্টি করা যায়।
এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সহযোগী অধ্যাপক মো. মঈনুল হাসান ও প্রভাষক মাহফুজুর রহমানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা