শেখ রাসেল স্পোর্টস একাডেমি আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর প্রথম দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস একাডেমী ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব এন্ড একাডেমী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমি প্রথমবারের মত এ টুর্নামেন্ট আয়োজন করে। পাঁচ দিন ব্যপি এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নিচ্ছে।
তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ ফুটবল ক্লাব এন্ড একাডেমী ট্রাইব্রেকারে ৪ - ২ গোলে এফসি ব্রাহ্মনবাড়িয়া কে পরাজিত করে।
দিনের অপর ম্যাচে শেখ রাসেল স্পোর্টস একাডেমী ৫-০ গোলে নসরুল হামিদ স্পোর্টস একাডেমীকে পরাজিত করে। শেখ রাসেলের হয়ে দুই গোল করেন ইফতেশাম রহমান জিদান। এ ছাড়া একটি করে গোল করেন মো: ওমর, মো: মাহফুজুর পাঠান ও মো: ইয়ামিন রানা।
এর আগে আজ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহ-সভাপতি হাবিব শেখ ও সাধারন সম্পাদক শামীম কবির।