জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আগামীকাল শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট -২০২১’।
পর্যটন নগরী কক্সবাজারের কলাতলি সার্ফিং পয়েন্টে তিন দিন ব্যপি আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ, এমপি।
টুর্নামেন্ট শুরুর আগে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে প্রাক বাছাইপর্ব। এর আগে সর্ফারদের শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। সাফারদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র সার্ফার রমজান মিয়া।