বিশ্বকাপ মঞ্চে কখনোই ভারতকে হারাতে না পারার একটা দুঃখ ছিল পাকিস্তান ফাস্ট বোলার ওয়াসিম আকরামের। জীবনে অন্ত একবার ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় দেখতে চেয়েছিলেন এ ফাস্ট বোলিং কিংবদন্তী। তবে এবার আশা পুরন হয়েছে আকরামের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। আর সেই জয়টি এসেছে ভারতের বিপক্ষে। শারজাহতে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এতে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে জয়ের খড়া কাটালো পাকিস্তান।
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ থেকে সব আসরেই ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান। ২০০৭ সাথে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে, বিশ্ব মঞ্চে ১২ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিলো পাকিস্তান। অবশেষে ১৩তম অভিযানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখলো পাকিস্তান।
এতে স্বস্তির নিঃশ্বাস পাকিস্তান জুড়ে। সেই দলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। গতকাল ইন্ডিয়া টুডের সাথে আলাপকালে তিনি বলেন, নিজের জীবদ্দশায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে জয় দেখতে মুখিয়ে ছিলেন ।
তিনি বলেন, ‘আমার জীবদ্দশায় দেখতে চেয়েছিলাম বিশ্বকাপের কোন ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান। আমি তা দেখে ফেলেছি এবং জয়টি ছিল খুবই আনন্দায়ক।’
পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করে আকরাম বলেন, ‘আমি যদি পাকিস্তান দলের পারফরমেন্সের কথা বলি, বলতে হবে, তারা অবিশ্বাস্য খেলেছে। তাদের স্কিল ভালোভাবে কাজে লাগিয়ে কাজটা খুব দারুভাবে শেষ করেছে। তারা খুবই ধীর-স্থির ছিল এবং সবকিছুই তাদের পক্ষে ছিল। এমনকি টসও জিতেছিলো।’
তবে ভারতের বিপক্ষে জয় নিয়ে বসে থাকলেই চলবে না, বিশ্বকাপের পরের ম্যাচগুলোর দিকে নজর দিতে বললেন আকরাম। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ইতিহাস রচনা করেছে পাকিস্তান। তবে সেই স্মৃতি এখন অতীত। আমি চাই পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে মনোনিবেশ করুক। কারন এখনও বিশ্বকাপের অনেক ম্যাচ বাকি আছে।’