×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল শুরু হতে যাওয়া  সুপার টুয়েলভে আগামী রোববার  এবারের  আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিনদ্বন্দি ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচকে ঘিরে উন্মাদনা আকাশ ছোয়া। অনেকেই ভারতকে এগিয়ে রাখছেন, অনেকেই পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগের মতে, ঐ ম্যাচে ভারতকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান। যদি ঐ ম্যাচে ভারতের কাছে হারে তবে সেমিতে উঠতে পারবে না পাকিস্তান। 
বিশ্বকাপের মঞ্চে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১২ বার খেলে সবকটিতেই হেরেছে পাকিস্তান। সাতবার ওয়ানডেতে, পাঁচবার টি-টোয়েন্টিতে। তবে এবার ইতিহাস পাল্টাতে মরিয়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে  ম্যাচের আগেই বাবর বলেন, এবার ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় সুনিশ্চিত। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো আমরাই জিততে যাচ্ছি।’ 
তবে হগ মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচের উপর পাকিস্তানের সেমিফাইনাল নির্ভর করছে। তিনি বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে খুব বেশি সময় পাবে না তারা। পাকিস্তান পরের রাউন্ডে যেতে পারবে কি-না সেটা এখানেই নির্ধারিত হবে। পাকিস্তান যদি প্রথম ম্যাচেই হেরে যায়, আমার মনে হয় না পরের রাউন্ডে যেতে পারবে। তখন ভারত পরের রাউন্ডে যাবে।  কি হয় সেটিই এখন দেখতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা সেটিও বলে দিয়েছেন হগ। তার মতে, ভারতের কাছে হেরে গেলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে না। আর পাকিস্তানের কাছে হারলেও, পাকদের নিয়ে সেমিতে খেলবে ভারত। 
তিনি বলেন, ‘গ্রুপ-১ থেকে সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আর পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে গ্রুপ-২ থেকে সেমিতে যাবে ভারত ও পাকিস্তান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat