বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমানে মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হলো এবারের বিশ্বকাপ যাত্রা ।
প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করছে ওমান। আজ বিকেলে প্রথম ম্যাচের আগে সল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে সহআয়োজক ওমান। মেয়েদের গড়া এক ব্যান্ড দলের পারফরম্যান্স ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। নারী ব্যান্ড দল মাঠে প্রবেশের পর আনুষ্ঠানিকভাবে পর্দাও ওফে সপ্তম বিশ্বকাপের।সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০১৮ সালে হবার কথা থাকলেও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সেটি বাতিল করা হয়। আর সূচি অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও তা করোনার কারনে স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।