সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় বুধবার রাতে শারদীয় দূর্গা উৎসবের মহাষ্টমীতে মন্ডপে মন্ডপে ঘুরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ গুলো পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৪ আসনে জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম ।
ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে তিনি বলেন নির্ভয়ে আপনারা পুজা উদযাপন করুন । দলীয় নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করবেন। পুজা মন্ডপ গুলো পরিদর্শনের সময় তিনি পুজা মন্ডপ গুলোতে নগদ অর্থ ও দুঃস্থ্য মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, মোঃ আজাদ হোসেন ও দলীয় নেতা-কর্মীরা ।