পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবরটির তথ্যের সত্যতা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আজ কুমিল্লা জেলা প্রশাসন।জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।কমিটিকে তিনদিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।