বান্দরবান জেলায় রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন একটি অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু চৌধুরী’র হাতে অ্যাম্বুলেন্স-এর চাবি হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া বেগম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানের সাতটি উপজেলায় একটি করে মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে। নতুন যুক্ত হওয়া এই আধুনিক অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় রোগীরা শীতাতপ যাত্রার পাশাপাশি, অক্সিজেন সেবা এবং নেবুলাইজার সাকসেন মেশিনের সুবিধা পাবেন।