সিরাজগঞ্জের উল্লাপাড়া ৩ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তা অধিকার ও র্যাব-১২ এর যৌথভাবে অভিযান চালিয়ে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতীর তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারী, হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ প্লাস খাবার হোটেল ও উপজেলার বালশাবাড়ির রাব্বি ব্রেড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ হাসান রনি বলেন, উল্লাপাড়া তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারীতে তেলে ভেজাল ও কারখানার ভিতরে নোংরা পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ প্লাস হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বালসাবাড়ীর রাব্বি ব্রেড ফ্যাক্টরকে একই কারণে -৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া স্যানেটারী ইন্সপেক্টর ফজলুল হক বারী ও র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার জন রানা সহ তার নেতৃত্বে র্যাব-১২ এর সদস্যরা ছিলেন ।