সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত এক সপ্তাহে মা-ছেলেসহ ডেঙ্গু রোগে ৭ জন আক্রান্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন। আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে ।
আক্রান্ত ব্যক্তিরা হলেন - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাভলী নাহার(৪৮), ওয়ার্ডবয় আলামিন হোসনে (৩৬), উল্লাপাড়া পৌর শহরের চরকাওয়াক গ্রামের রাজন (৫২), কলেজ পাড়ার ইমতিয়াজ ইমন (১৩), ও তার মা তানিয়া খাতুন (৩২), আনন্দ (৪২), এবং উপজেলার ঘিয়ালা গ্রামের আজিজুল হক (২০)।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন অপর ২ জন এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকীরা উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেলেও নতুন করে মানুষের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।