দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ১৩৯ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। গতকাল ১২০ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৭২ ও নারী ৬৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৪ হাজার ৮০৪ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৩৭ জন, ৬৫ দশমিক ৪১ শতাংশ এবং নারী ৮ হাজার ৭৪৫ জন, ৩৪ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ৩ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৮ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৮ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল ও রংপুর বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছে। এদের মধ্যে ১১৬ জন সরকারি, ১৯ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৮১৩ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৬ দশমিক ৭১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। ঢাকায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। গতকাল এই জেলায় ৯ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন। যা ১৫ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩ জন। গতকাল ২১ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৯০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ৬৬৬ জন। গতকালের চেয়ে আজ ৭৮৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৩ দশমিক ০২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৭ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৩ হাজার ৪৯৩ জনের। গতকালের চেয়ে আজ ৭ হাজার ১২৫ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৮৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৩ হাজার ৮৮২ জনের। গতকালের চেয়ে আজ ৭ হাজার ৮০৭ টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।