কুমিল্লা (দক্ষিণ) জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরের (বাস্তবায়ন ২০২১-২০২২) এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় অসহায় নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ বেলা ১১টায় উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোশারেফ হোসেন সেলাই মেশিন বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নী, ইউপি সদস্য মো. আলী আশ্রাফ, সচিব মো. সফিকুল ইসলাম প্রমুখ।
ইউপি চেয়ারম্যান জানান, সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাশিনগর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।