ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২২৬ জন ভর্তি হয়েছে ।এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২১১ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৫ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৯১৫ জন।
এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৮৫২ জন এবং অন্যন্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন।
এতে আরো জানা যায় , চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১০ আগষ্ট পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী চারহাজার ৯৭৯ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ৪৬ জন।
এছাড়া রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য পাঠিয়েছে। আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোন মৃত্যুর ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।