স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজের ৪টিতে জয়লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে পরাজিত করে ৪-১ ব্যবধানে সিরিজে জয় করে বাংলাদেশ ক্রিকেটদল। জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।