নটিংহ্যামে ভারতকে জয় বঞ্চিত করলো বৃষ্টি, ক্রিকেট বিশেষজ্ঞদের মতামতটা এমনই। বৃষ্টির কারনে পঞ্চম দিন ভেস্তে গেলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। তবে রুট বলছেন, পঞ্চম ও শেষ দিন খেলা হলে ইংল্যান্ডই জিততো। ম্যাচ জিততে শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। কিন্তু বৃষ্টিতে শেষ দিন খেলা না হলে, ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হলো। এতে স্বাভাবিকভাবে হতাশা ঝড়লো ভারতের অধিনায়ক বিরাট কোহলির কন্ঠে।
সিরিজের প্রথম টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরেছিলো ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিং তোপে মাত্র ১৮৩ রানে প্রথম দিনই অলআউট হয় তারা। ভারতের বোলারদের তোপে। এরপর ভারতের ব্যাটিং যুৎসই না হলেও, ২৭৮ রান তুলেও লিড নিতে পারে ভারত।
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে পিছিয়ে অধিনায়কের রুটের ব্যাটে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। রুট সেঞ্চুরির স্বাদ নিলেও, ইংল্যান্ডকে ৩০৩ রানে বেশি করতে দেননি ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া বুমরাহ, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।
জয়ের জন্য ২০৯ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫২ রান করে ভারত। আর পঞ্চম দিন খেলা না হলে ম্যাচটি ড্র হয়।
তবে খেলা হলে যে ভারত জিততো তা মানছেন রুট। তিনি বলেন, ‘আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচ জয়ের। দারুণ জায়গায় ছিল ম্যাচটি। শেষ দিন খেলা জমে যেতে পারতো। আশা করবো, পরের ম্যাচগুলোতে আমরা জিততে পারবো।’
হতাশা নিয়ে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘খেলার তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা ছিল। তবে শেষ দিনের পুরোটা সময় যে বৃষ্টিতে ভেস্তে যাবে তা ভাবতেও পারিনি। এটা খুবই হতাশাজনক। চতুর্থ দিন আমরা ৫২ রান করে ফেলার পর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে এই ফল হতাশার।’
লর্ডসে আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।