কুুমিল্লা (দক্ষিণ) জেলার নাঙ্গলকোটে ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’র হটলাইনে ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছেন উপজেলা ছাত্রলীগ।
মহামারীর এ সময়ে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীরও অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তাই নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ উদ্যোগ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নামে ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন ফ্রি সেবা প্রদান করা হচ্ছে। নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’র পক্ষ থেকে গত ৫ দিনে ১০ জনকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেন।
এ সম্পর্কে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন বলেন, করোনা শুরু থেকেই আমরা নাঙ্গলকোটের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে নাঙ্গলকোটে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অসহায় ও জরুরি রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের জন্য ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’ ফ্রি সেবা প্রদান করা হচ্ছে।