×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক ও কাঠামোগত বাঁধা’র কারণে নতুন চুক্তি সম্পাদন না হওয়ায় দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। 
সর্বকালের সেরা খেলোয়াড়দের আসনে থাকা মেসির বার্সা ছাড়ার এই খবরে তাকে পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ইউরোপের নামী দামী ক্লাবগুলো। এদের অগ্রভাগে আছে প্য্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটি।
বার্সেলোনার হয়ে রেকর্ড ৭৮৮টি ম্যাচে অংশ নিয়েছেন মেসি। আর স্পেনে বর্নিল ক্যারিয়ারে তিনি জয় করেছেন ৩৫টি ট্রফি। ছয়বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই ফুটবল তারকা বার্সেলোনাতেই থেকে যাবেন বলে ধারনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনা ভেঙ্গে যায়। 
বার্সার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ দুই পক্ষের ইচ্ছে থাকা স্বত্বেও বার্সায় থাকা হচ্ছে না মেসির। কারণ অর্থনৈতিক ও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কাঠামোগত বাধা।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী মেসি আর এফসি বার্সেলোনায় থাকছেন না। দুই পক্ষেরই মধ্যে তীব্র আকাঙ্খা থাকার পরও চুক্তি করা সম্ভব হচ্ছে না। দলের জন্য অবদান রাখায় কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করছে মেসির প্রতি। পাশাপাশি তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য সাফল্য কামনা করছে।’
এ বিষয়ে অবশ্য মেসির পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। যেটি এই ঘটনায় নতুন ইস্যুর জন্ম দিয়েছে। গত মাসে কোপা জয়ের মাধ্যমে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে শেষ পর্যন্ত বড় একটি ট্রফি এনে দিতে সক্ষম হয়েছেন মেসি। তখন থেকেই বার্সেলোনায় মেসি ভবিষ্যৎ নিয়ে শংকা তৈরী হয়। কারণ চুক্তির শর্তের আলোকেই গত বছর আগস্টে ফ্রি এজেন্টের মাধ্যমে বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে সেটি নিয়ে অিক্ততার সৃস্টি হলে শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার উদ্যোগ থেকে সড়ে দাঁড়ান মেসি। কাটিয়ে দেন আরো একটি মৌসুম।  
২০২০-২০২১ মৌসুমেও মেসি তার দক্ষতা অব্যাহত রাখেন এবং ক্লাবের হয়ে চারটি ভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ৪৭টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৩৮টি। 
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মেসি। আর চলতি বছর ৩০ জুন ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। গত মৌসুমে মেসি নিজের পারফর্মেন্স ধরে রাখলেও নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে খুব একটা সফলতা লাভ করতে পারেনি ক্লাব বার্সেলোনা। শুধু মাত্র স্প্যানিশ কাপ  জয় করা দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল পর্ব থেকেই ছিটকে পড়েছে। যে শিরোপাটি তারা সর্বশেষ জয় করেছে ২০১৫ সালে। 
গুজব আছে বার্সেলোনা ছেড়ে দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন মেসি। এরপর পাড়ি জমাবেন মেজর লিগ সকারে। সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলীয় তারকা নেইমারও অবশ্য বলেছেন পিএসজিতে মেসির সঙ্গে জুটি বেঁধে খেলতে পারলে তিনি খুশি হবেন। 
২০০৩ সালের ১৬ নভেম্বর ১৬ বছর চার মাস ২৩ দিনে মেসি অভিষিক্ত হন বার্সার মূল দলের জার্সিতে। আর চলতি বছরের ১৬ মে কাতালানদের হয়ে খেলেছেন নিজের শেষ ম্যাচ। মাঝখানের সময়টিতে তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড। বার্সার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। যার মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়নস লিগ, ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপের খেতাব।
কাতালান ক্লাবটির জার্সি গায়ে অসংখ্য ব্যক্তিগত অর্জন রয়েছে মেসির। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৮ বার স্প্যানিশ লা লিগার ও ৬ বার চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব। এল ক্লাসিকোতে ইতিহাস সর্বোচ্চ ২৬টি গোল করেছেন তিনি। সংগ্রহশালায় রয়েছে সর্বোচ্চ ছয়টি ব্যালন ডি’ অরের ট্রফি। কাতালান ক্লাবটির জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। সেই সাথে রয়েছে ৩০৫টি অ্যাসিস্টও। লা লিগায় ৫২০ ম্যাচ খেলে ৪৭৪ বারই লক্ষ্যভেদ করেছেন মেসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat