রাঙ্গামাটি জেলায় আজ করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দেড়শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রি ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (২৬ জুলাই) সোমবার বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটি শিশু নিকেতন প্রাঙ্গণে এসব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট বোরহানউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।