স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলকে ‘বাংলা ওয়াশ’ করে অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
স্পিকার আগামী দিন গুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ।