অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় জেলার মুরাদনগরে তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পশ্চিম এলখাল বিল থেকে ৩ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কৃষকরা জানায়, এসব ড্রেজারের জন্য জমিতে আগের মতো এখন আর ধান চাষ করা যায় না, আস্তে-আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এইসব ভুমিদুস্যরা।
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।