নাটোর, জেলার নলডাঙ্গা উপজেলায় আজ করোনা পরিস্থিতিতে দুস্থ ও কর্মহীন একশ’ ৬০ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব সহায়তা হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৬৭ ব্যক্তি, নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ৭০ ব্যক্তি এবং পাটুল-হাপানিয়া বাজারে সংশ্লিষ্ট এলাকার ২৩ ব্যক্তির হাতে পর্যায়ক্রমে এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ বাজার এলাকার চা বিক্রেতা, সেলুনের কর্মচারি এবং জুতা-স্যান্ডেল মেরামতকারী ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে তাদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।