কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। যেখানে জয় নিয়ে শেষ চারের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, লিওনেল মেসির শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়া। ফাইনালে উঠার লড়াইয়ে সামিল হবে এই চারটি দল।
রিও ডি জেনেইরোতে সোমবার ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মোকাবেলা করবে পেরু। মঙ্গলবার ব্রাসিলিয়ায় আজেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। বাংলাদেশ সময় অনুযায়ী দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যথাক্রমে মঙ্গলবার ও বুধবার ভোর চারটায়।
সুচি: (বাংলাদেশ সময় অনুযায়ী)
প্রথম সেমিফাইনাল : ব্রাজিল বনাম পেরু
ভেন্যু : এস্তাদিও নিল্টন স্যান্তোষ (রিও ডি জেনেইরো)
সময় : ৬ জুলাই, মঙ্গলবার (ভোর ৪টা)
দ্বিতীয় সেমিফাইনাল : আর্জেন্টিনা বনাম কলম্বিয়া
ভেন্যু : এস্তাদিও ন্যাসিওনাল ডি ব্রাসিলিয়া (ব্রাসিলিয়া)
সময় : ৭ জুলাই, বুধবার (ভোর ৪টা)