সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ সন্তানের জননী হামিদা বেগম(৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত হামিদা বেগম উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের চাদঁ আলীর স্ত্রী ।
পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধু হামিদার প্রায় ২২ বছর পূর্বে উপজেলার কাশিনাথপুর গ্রামের চাঁদ আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামীর দারিদ্রতার কারনে স্বামীকে সংগে নিয়ে বাবার বাড়ি চলে আসে হামিদা। তবুও তাদের সংসারে অভাব অনটন শেষ হয় না। তাদের দাম্পত্য জীবনে অশান্তির ছায়া নেমে আসে। ছেলে মেয়ে নিয়ে অভাব অনাটনের কারনে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকতো। অভাবের তারনায় মনের কষ্ট ও দুঃখে মঙ্গলবার বিকেলে নিজ ঘরের ধন্যার সাথে দড়িতে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উপজেলার কাশিনাথপুর গ্রামে থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।