সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার সাড়ে ৪ টার বজ্রপাতে নবম শ্রেণির এক স্কুল ছাত্র সহ ২ জন নিহত হয়েছে ।
জানা যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগিদঘল গ্রামের মাঠে ধান কাটতে যায় ফরিদুল ইসলাম নামের এক কিশোর । বিকেল সাড়ে ৪ টার দিকে পশ্চিম দিক থেকে মেঘ উঠে আসা দেখে ফরিদুল মাঠ থেকে বাড়ির দিকে রওনা দেয় । পথেই আগদিঘল গ্রামের মাঠেই বজ্রপাতে তার মৃত্যু হয় ।
উধুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের মোঃ শাহেদ আলীর ছেলে বলে জানান।
অপর জন সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) বিকেলে বজ্রপাতে নিহত হয়েছে । সে বাড়ীর পাশের ধরাইল বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। বিষয়টি সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।