বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন’ শীর্ষক খামারি মাঠ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার।
বিএলআরআই’র মহাপরিচালক ড.আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. কবিরউদ্দীন আহাম্মদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজাহারুল ইসলাম তালুকদার, বান্দরবান জেলা পরিষদ সদস্য কেনু ওয়ান চাক প্রমুখ।
অনুষ্ঠানে তিনশ’জন খামারি অংশগ্রহন করেন।
নাইক্ষ্যংছড়িতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শামীম হাসান জানান, বিশ্বে ছাগল পালনে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। প্রাচীনকাল থেকেই এদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা হয়। এদেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের উপযোগি।