×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিটাল সরকারি ভাবে ভূমি জরীপ কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করে বুধবার রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থাই ক্যাম্পের দায়ীত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং - ১৯ এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো-উপজেলার রামকান্তপুর গ্রামের আদেল প্রামানিকের ছেলে মুকুল হোসেন(৫৬), সমশের প্রামানিকের ছেলে জিল্লার হোসেন(৬০), আজমল হোসেনের ছেলে পলাশ (৩৯), আবুল কালামের ছেলে সেলিম রেজা (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন বাবু (৩২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, সরকারিভাবে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৯০ নং রামকান্তপুর মৌজার সাতবড়িয়া ঘাট সংলগ্ন মাঠে ডিজিটাল পদ্ধতিতে সরকারি ভুমি জরীপ কাজ চলছে । গতকাল ওই ভুমি জরীপ কাজ চলাকালীন সময় গ্রেফতার কৃত আসামীরা ভুমি জরীপ কাজে বাধা দেয় এবং জরীপ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি ছিনিয়ে নেয় ।
এ বিষয়ে রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার এবং দুপুরের পর আদালতের মাধ্যমে আসামীদেরকে জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat