সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ ৩ জন গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
রবিবার দিবাগত রাত্রী ১ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের ইমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ ৩ জন গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতার কৃতরা হলো এনায়েতপুর গুচ্ছ গ্রামের ইমান আলী, তার ছেলে আব্দুল মন্নাফ ও আসিফ । এদেরকে সোমবার আদালোতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান গোপন সুত্রে খবর পেয়ে রাত ১টার দিকে এনায়েতপুর গুচ্ছ গ্রামে ইমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।