সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়ীতে এক জেহাদী বৈঠক থেকে জামাত শিবিরের নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাসভবনে গত ০৩ মে রাতে এদের জেহাদি বৈঠক চলছিল।
মডেল থানা সুত্রে জানা গেছে- ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম(৪৫), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আঃ গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল(৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী(৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী(৪৭),শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন(৩৭) ও ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী এলিজা পারভীন(৩০)।
মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান , গত ০৩ মে রাতে এরা ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের নিজ বাসভবনে জেহাদি গোপন বৈঠকে জমায়েত হয়েছিল।
এসময় সাইফুলের বাড়ী তল্লাশি চালিয়ে হেফাজতের কিছু সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়েছে ।