সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৩ হাজার ৬শ ৭১ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২ কোটি ২১ হাজার ৯শ ৫০ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও)অফিস সুত্রে, ভিজিএফ প্রকল্পে উপজেলার ১৪ টি ইউনিয়নের ৩১ হাজার ৬শ ৫০ পরিবার ও পৌরসভার ৪ হাজার ৬শ ২১ পরিবারকে নগদ ৪শ ৫০ টাকা করে বিধবা, অসহায়, হতদরিদ্র, কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনায় ঘরবন্দীদের সহায়তা প্রাদান করেন। এছাড়া জিআর প্রকল্পে পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের ৭ হাজার ৪শ অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে নগদ ৫শ টাকা করে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া জানান, সামনের রমজানের ঈদ ও কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার পাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউপি অফিসগুলো থেকে এ অর্থ বিতরণ করা হবে।