×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর স্থগিত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার। এমনকি আগামী জুনে পুনরায় শুরু হতে যাওয়া নিজ দেশের পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ নিয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়। সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মুত্যুর হাত থেকে বাঁচাবে। এই মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত-পাকিস্তানের মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে। চলতি সংকট সামাল দেওয়া কোন সরকারের পক্ষেই সম্ভব না। সরকার ও ভক্তদের কাছে আমার অনুরোধ রইল, ভারতকে সাহায্য করুন। ভারতের অনেক অক্সিজেন ট্যাংক দরকার। তাদের অক্সিজেন সরবরাহের জন্য আসুন সবাই মিলে তহবিল গঠন করি।’
নিজ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শোয়েব বলেন, ‘পাকিস্তান খাদের কিনারে রয়েছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন রয়েছে। কিন্তু মানুষজন সঠিক সুরক্ষাব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিন পাকিস্তানে কারফিউ জারির আবেদন জানাচ্ছি। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা-আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখের উপর মানুষ। মৃত্যু হয়েছে ২,৮১২। পাকিস্তানে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat