সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার ওয়ারেন্টের আসামী স্বামী আজিজুল হক(৩২)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল হক উপজেলার কয়ড়া ইউনিয়নের হরিশপুর গ্রামের জালাল ভুইয়ার ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারী রাতে তানিয়াকে হত্যা করে স্বামী আজিজুল হক। হত্যা করার পরে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আজিজুল হক পলাতক ছিলো।
খবর পেয়ে পুলিশ নিহত তানিয়ার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠায়। পরে ২৬ জানুয়ারী নিহত তানিয়ার মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্য মামলা দায়ের করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, নিহত তানিয়া হত্যা মামলায় তার স্বামী অনেকদিন পলাতক ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় উল্লাপাড়া মডেল থানা পুলিশ।