দ্বিতীয় ওয়ানডেতে কাফ ইনজুরি সত্বেও নিউজিল্যন্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন বাংলাদেশ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামী শুক্রবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
নিজের করা নবম ওভারের তৃতীয় ডেলিভারিটির সময় কাফ মাসলে টান লাগলে মুস্তাফিজের। এরপরই মাঠ ছাড়েন তিনি। ঐ ওভারের বাকী ৩ বল করেন মিডিয়াম পেসার সৌম্য সরকার।
এ ম্যাচে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। পাঁচ উইকেটে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও হাতছাড়া করে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ইনজুরি খুব বেশি গুরুতর নয়। কাফ মাসলে টান লেগেছিলো, তাই তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিলো। আমি তার সাথে কথা বলেছি, সে ভালো অবস্থায় আছে এবং আমি মনে করি সে তৃতীয় ওয়ানডে খেলবে।’