সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ রোববার সকাল সাড়ে নয়টায় পাঁচ হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আপন ভাই-বোনকে
গ্রেফতার করেছে। এরা দুথজন হলো-উল্লাপাড়ার এনায়েতপুর আদর্শগ্রাম (মালঘাট) এর বাহাদুর প্রামানিকের ছেলে রাশেদ হোসেন ও রাশিদা খাতুন।
মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া শ্রীকোলা
বাসষ্ট্যান্ড এলাকা থেকে এদেরকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানানো হয়। এছাড়া
উল্লাপাড়া মডেল থানায় আটককৃত বড় ধরনের ইয়াবা চালান। কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা নিয়ে এরা পাবনাগামী সৌদিয়া পরিবহনের
একটি যাত্রীবাহি কোচে উল্লাপাড়ায় এসে নামে। এরা দুথজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং আসামী চালান দেওয়ার