২০১৯-২০ করবর্ষের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে (বিএটিবি) সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিএটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা শেহজাদ মুনিমের হাতে ট্যাক্স কার্ড, সম্মাননাপত্র, ক্রেস্ট ও স্যুভেনির তুলে দেন।
এসময় শেহজাদ মুনিম বলেন, কোভিড মহামারির মধ্যে রাজস্ব প্রশাসনের নিকট থেকে ব্যবসা পরিচালনায় যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এতে আমরা আশান্বিত হয়েছি যে, আগামীতে যত বড় বাঁধা আসুক, সেটা অতিক্রম করতে পারব।
তিনি বলেন,পৃথিবীর বহু দেশের তুলনায় বাংলাদেশে আমরা অনেক আগে করোনাভাইরাসের টিকা পেয়েছি। এজন্য তিনি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। কমপ্ল্যায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি সঠিকভাবে কর পরিশোধ করে আসছে বলে তিনি জানান।
সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বক্তব্য রাখেন।
উল্লেখ্য,এ বছর ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।