×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশে গৃহহীন রাখবেন না। জমিসহ নতুন বাড়ি হস্তান্তর প্রকল্পের ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলায় আজ আশ্রহীনদের বাড়ি হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে সকল গৃহহীনদের সরকার জমিসহ বাড়ি প্রদান করবে।
আজ দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের “বড়ইল জয় বাংলা পল্লী” ২নং সুন্দরবন ইউনিয়নের “বেলবাড়ী জয় বাংলা পল্লী ও কালিকাপুর জয়বাংলা পল্লী” ও ৩নং সুন্দরবন ইউনিয়নের “গুদিপাড়া জয় বাংলা পল্লী” পরিদর্শনকালে হুইপ ইকবালুর রহিম তার বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের মাঝে যে বাড়ি দেয়া হয়েছে তা বিশ্বের আর কোন দেশে হয়নি। বিশ্বের ইতিহাসে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আর পিছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। যতই দিন যাচ্ছে ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষদের বাড়ি তৈরী করে মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। শেখ হাসিনা দেশের কোন গৃহহীন ও ভুমিহীন মানুষকে গৃহহীন রাখবেন না। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে নতুন বাড়ি নির্মাণ করে দেয়া হবে। তিনি বলেন, এ দেশের মানুষের কল্যাণের জন্যই বার-বার জনগণ শেখ হাসিনাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এ দেশের কোন মানুষ অসহায় থাকবে না। দরিদ্র থাকবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat