×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে সারা দেশে ৬৩ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ খবরে জানা যায়- আওয়ামী লীগ প্রার্থী ৭টি, বিএনপি প্রার্থী ২টি ও স্বতন্ত্র প্রার্থী ২টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া : নন্দীগ্রাম পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনিসুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সহকারী রির্টানিং অফিসার আব্দুস সালাম জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনিসুর রহমান ৭ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুশান্ত কুমারশান্ত পেয়েছেন ৫ হাজার ১৮৩ ভোট।
ধুনট পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এ জিএম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী জানান, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ জিএম বাদশা ৩ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী টি আই এম নূরুন্নবী তারেক পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট।
গাবতলী পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছাইফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রওনক জাহান জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছাইফুল ইসলাম ৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মমিনুল হক পেয়েছেন ৫ হাজার ১১৫ ভোট।
কাহালু পৌরসভায় ধানের শীষের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাহালু পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল মান্নান ৫ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ হেলাল উদ্দিন কবিরাজ। তিনি নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট। কাহালূ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাছুদুর রহামান এই তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক প্রার্থী বিপুল ভোটে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট। সহকারী রিটার্নি অফিসার আনিসুর রহমান এ তথ্র নিশ্চিত করেছেন।
ফেনী : সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানির্ং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী পৌরসভা নির্বাচনে ৬৭ হাজার ভোটের বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা)। নির্বাচনে নৌকা প্রতীকে স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট। নির্বাচন কর্মকর্তা জানান, ৪৫টি কেন্দ্রের ২৪১টি কক্ষে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নড়াইল : জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্র্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির জুলফিকার আলী মন্ডল ধানের শীষ প্রতীক পেয়েছে ৪ হাজার ৩৬৬ ভোট। কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতীকে ১২ হাজার ২৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলেও জানান তিনি।
বরগুনা : জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার জানান, বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুল আহসান মহারাজ ও পাথরঘাটা পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন আকন জয়ী হয়েছেন। নির্বাচন অফিস জানায়, বরগুনা পৌরসভা নির্বাচনে ৯ হাজার ২৯৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৬ হাজার ৯০৩ ভোট। ২ হাজার ৩৯৪ ভোটের ব্যবধানে মহারাজ জয়লাভ করেছেন। অন্যদিকে পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত নৌকা প্রতীকে আনোয়ার হোসেন আকন পেয়েছেন ৬ হাজার ৬৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম এ ফলাফল নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লা মোবাইলফোন প্রতীক নিয়ে ১৩ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৯৫ ভোট, বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী জহিরউদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।
নওগাঁ : ধামইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আমিনুর রহমান পুননির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৯৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। এই পৌরসভায় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মোঃ আইয়ুব হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নওগাঁ পৌরসভায় বিএনপি প্রার্থী মো. নজমুল হক সনি পুনঃনির্বাচিত হয়েছেন। পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন বিজয়ী প্রার্থী মো. নজমুল হক সনি পেয়েছেন ২৯ হাজার ২৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলকৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।
নাটোর : সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জান্নাতুল ফেরদৌস মেয়র নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও সিংড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আছলাম জানান, সিংড়া পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. জান্নাতুল ফেরদৌস ১৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি’র মো. তায়জুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১২ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat