অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে জাতীয় দল নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবির নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে কবে থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ শুরু করবেন রাজ্জাক, তা স্পষ্ট করেনি বিসিবি।
ধারনা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে রাজ্জাকের। ঐ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘আকরাম ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) আমাকে ডেকেছেন এবং বলেছেন নির্বাচক হিসাবে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।’
আবারো দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে উচ্ছসিত রাজ্জাক। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এটি একটি বড় দায়িত্ব কিন্তু আমি পিছপা হবো না। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি জানি, জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে অনেক চাপ থাকবে।’
তিনি আরও বলেন, ‘তবে একই সাথে দেশকে আবারো সেবা করার এটি ভালো সুযোগ। তাই এটি আমার জন্য আনন্দদায়ক। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সড়ে যাবার পর দুই সদস্যের নির্বাচক প্যানেলের নেতৃত্বে আছেন মিনহাজুল আবেদিন।
সম্প্রতি রাজ্জাককে নির্বাচক প্যানেলে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছিলো । কিন্তু ঘরোয়া আসরে খেলার কারনে নিজ থেকেই সময় চেয়েছিলেন রাজ্জাক।
দেশের হয়ে ১৫৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। দেশের অনেক ম্যাচ জয়ের সাক্ষী ছিলেন তিনি।