×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আপতত প্রয়োজনীয় দু’টি রিং সৌরভ গাঙ্গুলীর ধমনীতে বসানো হচ্ছে না। তাই আগামী বুধবারের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি গাঙ্গুলী।
বাড়িতে ফিরে গেলেও, চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন গাঙ্গুলী। তার চিকিৎসারজন্য গঠিত নয় সদস্যের বোর্ড প্রয়োজনীয় দু’টি রিং বসানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।
আজ ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সাথে ভিডিও বৈঠক করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন ঐ ভিডিও বৈঠকে। বৈঠকে চিকিৎসকরা আপতত গাঙ্গুলীর ধমনীতে রিং না বসানোর সিদ্বান্ত নেন।
বৈঠকের পর চিকিৎসকেরা জানান, ‘এখন সুস্থ রয়েছেন গাঙ্গুলী। আগামী বুধবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে । আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কাল তাকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এদিন সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার রিপোর্ট সস্তোষজনক ছিল।’
গত শনিবার সকালে ব্যক্তিগত জিমে শরীর চর্চা করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করে মাথা ঘুড়ে গড়ে যান গাঙ্গুলী। পরে সাথে-সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় , ‘রুটিন মেনে সকালে নিজের কাজ শুরু করেছিলেন গাঙ্গুলী। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে একটি হাসপাতালে আনা হয়। গাঙ্গুলীর হৃদপিন্ডে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছে। তার মধ্যে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ ছিলো। বাকি দু’টিতে প্রায় ৭০ শতাংশ। তখনই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি রিং বসানো হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat