×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বির্নিমাণে, সেবা ও সুযোগ প্রাপ্ত জনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
ভোলা : জেলায় আজ জাতীয় সমাজ সেবা দিবস-২০২১ উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ৫ জন প্রতিবন্ধীর মধ্যে এই চেয়ার বিতরণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা প্রেস কøাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম, হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক কাজী গোলাম কবির।
নড়াইল : দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, প্রশিক্ষণোত্তর আর্থিক অনুদান ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল ইসলাম। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট : দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
নীলফামারী: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা ফরহাদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।
পরে অন্ধ শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত ‘জিপিএ-৫’ পাওয়া দু’জন শিক্ষার্থীকে উপহার হিসেবে ব্রেইল কোরআন শরীফ এবং বোর্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat