×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরি এ লীগের ইতিহাসে দ্রুততম গোল করলেন এসি মিলানের ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। রোববার অনুষ্ঠিত লীগ ম্যাচে মাত্র ছয় সেকেন্ডের মধ্যে গোল করেছেন এই স্ট্রাইকার। ম্যাচে সাসুলোকে ২-১ গোলে হারিয়ে নগর প্রতিপক্ষ এসি মিলানকে পেছনে রেখে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান।
২০১১ সালের পর এবার শিরোপা ছোঁয়ার লক্ষ্যে শুরু থেকেই দুর্দান্ত খেলছে মিলান। এ লক্ষ্যে তার্কিশ মিডফিল্ডার হাকান চালহানোগলুকে সঙ্গ দেয়ার জন্য সম্মুখভাবে যুক্ত করেছে লিয়াওকে। ইতালীর শীর্ষ এই লীগে এর আগে দ্রুততম গোলের রেকর্ডটি দখল করেছিলেন পিয়াসেনজার তারকা পাওলো পগিস। ২০০১ সালের ডিসেম্বরে আট সেকেন্ডের মধ্যে ফিওরেন্টিনার জালে বল পাঠিয়েছিলেন তিনি।
রোববার স্পোজিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করা এন্টনিও কনটের ইন্টার মিলানের চেয়ে এক পয়েন্ট বেশী নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এসি মিলান। তাদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস, যারা শনিবার ৪-০ গোলে হারিয়েছিল পারমাকে।
এদিকে গত সপ্তাহে পারমা ও জেনোয়ার সঙ্গে দুটি ম্যাচেই ২-২ গোলে ড্র করেছে স্টেফানো পিউলির দল এসি মিলান। গতকালের জয়ের পর তিনি বলেন,‘ এ রকম আমাদের চার পাঁচটি নিদর্শন রয়েছে। লিয়াও আগেই প্রস্তুত ছিল। এই ম্যাচের জয়টি মনস্তাত্বিকভাবেও আমাদের অনেকটা এগিয়ে দিবে।’
পুর্তগীজ তাররকা লিয়াও সাধারণত লেফট উইংয়ে খেলে থাকেন। কিন্তু ইনজুরিতে পড়া জøাটান ইব্রাহিমোভিচের অনুপস্থিতির কারনে তিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলা শুরু করেছেন। সব ধরনের প্রতিযোগিতায় ২১ বছর বয়সি এই ফুটবলারের এটি ছিল এই মৌসুমের তৃতীয় গোল। লিয়াও বলেন,‘ অনুশীলনেই আমরা এ জন্য প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপুর্ন ছিল। কারণ আগের ম্যাচগুলোতে আমরা পয়েন্ট নস্ট করেছি। ’
ম্যাচের নবম মিনিটে চালহানোগলু দ্বিতীয় গোলটি করেছিলেন লিয়াও’র যোগান থেকে। কিন্তু ভিএআর (ভার) প্রযুক্তিতে সেটিকে অফসাইড হিসেবে চিহ্নিত করা হলে গোলটি বাতিল হয়। তবে ম্যাচের ২৬তম মিনিটে অ্যালেক্সিস সেলিমেকার্স গোল করে মিলানকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন। গোলের জন্য বলটি বানিয়ে দিয়েছিলেন থিয়াও হার্নান্দেজ। ম্যাচের ৮৯ মিনিটে অবশ্য সাসুলোর হয়ে একটি গোল পরিশোধ করেছেন ডোমেনিকো বেরার্দি।
রোববার অনুষ্ঠিত সিরি এ লীগের অন্য ম্যাচে বেনেভেন্টো ২-০ গোলে জেনোয়াকে এবং আটালান্টা ৪-১ গোলে রোমাকে পরাজিত করেছে। এছাড়া ১-১ গোলে ড্র হয়েছে তুরিনো বনাম বোলন এবং কাগলিয়ারি বনাম উদিনেসের মধ্যকার ম্যাচ দুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat