জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির দ্বিতীয় ও শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর ।
এদিন রোববার বিকেল ৪ টা থেকে এই ফলাফল এসএমএস এর মাধ্যমে nuatmproll ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে।একইদিন ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions
রাত ৯ টা থেকে এ ফলাফল পাওয়া যাবে। রিলিজ স্লিপেরমেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
উল্লেখ্য,জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে কোন শিক্ষার্থী উল্লেখিত শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। দ্বৈত ভর্তি কোন ভাবেই গ্রহণযোগ্য হবে না।
এদিকে,২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিাডে.এমএড, এমএসএড ও এমপিএড কোর্সেও মেধা তালিকা ২১ ডিসেম্বর বিকেল ৪ টায় প্রকাশ করা হবে।