বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল আজ শুরু হয়েছে। শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ জেলকে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একই ব্যবধানে হারিয়েছে বিমান বাহিনীকে।
অন্যদিকে, নারী বিভাগের খেলায় বাংলাশে আনসার ৩-০ সেটে হারায় জামালপুর জেলাকে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। এ সময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং টুর্ণামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও জামালপুর জেলাসহ ১২টি দল অংশ নিচ্ছে।