- প্রকাশিত : ২০১৮-০৪-০১
- ৭৫১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:-বিকেএসপিতে আজ রোববার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল কলাবাগান। একদম শুরুতেই উইকেট হারালেও সে চাপটা আশরাফুল সামলে নিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন সংগ্রহ করেছিলেন ১১৬ রানের জুটি ওয়ালিউল ফিরেছিলেন অর্ধশতক হাঁকিয়েই, ৭৯ রানে। এরপরেই ম্যাচের পুরো আলোটা নিজের উপর নিয়ে নেন আশরাফুল। আজকের সেঞ্চুরিসহ হাঁকিয়েছেন চলতি প্রিমিয়ার লিগে টানা তিন শতক। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে কেউই সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেনি। সাথে আশরাফুলের ব্যাটে এসেছে এক মৌসুমে পাঁচ শতক। রেকর্ডের খাতায় এখানেও অনন্য আশরাফুল।এদিন আশরাফুলকে আউট করতে পারেনি কেউই। ১৩৭ বলে ১০ চারে অপরাজিত রয়ে গেছেন ১০২ রানে। সোহরাওয়ার্দি শুভ নিয়েছিলেন দুই উইকেট।পাল্টা জবাবে আশরাফুল যেখানে শেষ করেছিলেন, ব্রাদার্স উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর শুরু করেছিলেন সেখান থেকেই। ১০৪ বলে ১১ চার আর ৬ ছক্কায় খেলেছেন ১১৫ রানের ঝড়ো ইনিংস। মিজানুরের ইনিংসে ভর করে পঞ্চম উইকেট জুটিতে ৭৫ রানের অপরাজিত জুটিতে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ইয়াসির আলী ও নাজমুস সাদাত। দুজনই অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৫ ও ৩২ রানে। বল হাতেও আশরাফুলকে দেখা গিয়েছিল এদিন, তবে দুই ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দেয়ার পর আর বোলিং করেননি তিনি। মিজানুর নির্বাচিত হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার হিসেবে।
কলাবাগানের জন্য শুধু আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হলেও ব্রাদার্সের জিততেই হত আজকের ম্যাচ। জয় পেয়ে যাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে দলটির পরের ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে পরবর্তী ডিপিএল মৌসুমের টিকেট পাওয়ার ম্যাচ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..