গেল অক্টোবরে নিষেধাজ্ঞা শেষ হবার পর সম্প্রতি আইসিসির সর্বশেষ ঘোষিত ওয়ানডে র্যাংকিংএর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
এবার টি-টুয়েন্টি র্যাংকিংএর আপডেট ঘোষনা করলো আইসিসি। এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকাতেও নাম আছে সাকিবের। ২৬৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি।
গতকাল শেষ হয়েছে পাকিস্তান ও জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজ শেষে আজ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব দ্বিতীয় স্থানে। ২৯৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ৪৯তম স্থানে আছেন সাকিব। বোলারদের তালিকায় ২০তম স্থানে ।
ওয়ানডে র্যাংকিং অলরাউন্ডারদের তালিকায় ৩৭৩ রেটিং নিয়ে শীর্ষে সাকিব।